ক্যাটাগরি: রাজনীতি

আ. লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: ইশরাক

আয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

নিজেদের মধ্য থেকে বিভেদ দূর করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিভেদ আমাদের দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল একত্রিত না থাকতে পারলে বহিঃশত্রু আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে।

দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের জন্য সব বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার