ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। এতে মেট্রোরেলের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করার কাজ শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে জনপ্রিয় এই গণপরিবহণের বিভিন্ন পিলার পরীক্ষা করছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের ৪৪৮ নম্বর পিলারের বিয়ারিং প্যাড যাচাই করতে দেখা যায় জাপানি ও বাংলাদেশি প্রকৌশলীদের।
এবিষয়ে ডিএমটিসিএলের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানান, কিছুদিন আগে এর পাশের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত হওয়ায় তারা ৪২৮ নম্বর পিলারের বিয়ারিং প্যাড নিয়ে বিশেষভাবে সতর্ক। তাই ভূমিকম্পের পর এটি ঠিক আছে কি না, তা নিশ্চিত করার জন্য জাপানি প্রকৌশলীরা পরীক্ষা করছেন।
যাচাইকাজে যুক্ত জাপানি প্রকৌশলী কিয়ামুরা সান বলেন, সব কিছু ঠিকঠাক আছে, এটা কেবল আমাদের রুটিন চেক। একটু আগেই ভূমিকম্প হয়েছে তাই সতর্কতার অংশ হিসেবে আমরা এটা চেক করতে এসেছি।
গত ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হন।
এর আগে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এতে রাজধানীর বংশাল এলাকায় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।