নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনূভুত হয়েছে। যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
এ সময় পলাশের মালিতা গ্রামে মাটির দেয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এ বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া রেলিং ভেঙে পড়ে ৩ জনসহ আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন আরও ৫৫ জন।
পলাশ থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল ১০টা ৩৮ মিনিটে কেপে ওঠে নরসিংদীসহ আশপাশের জেলা। ক্ষণিকের মধ্যেই মানুষ হুড়োহুড়ি করে সড়কে বেরিয়ে আসেন। বড় কোনো ভবন ধসের ঘটনা না হলেও ছোট ছোট ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়ি-ঘরে।
এদিকে নরসিংদী জেলার বিভিন্ন স্থানের ভবন থেকে নামার সময় আহত অন্তত শতাধিক নারী-পুরুষ ও শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ভূমিকম্পে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ভবনে ফাটলসহ বিদ্যুৎ কেন্দ্রের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়েছে বলে খবর পাওয়া গেছে।