দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হচ্ছে। অনলাইনে আবেদন চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভর্তির বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এ বছরও পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এবং টেলিটক প্রি-পেইড নম্বর দিয়ে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। প্রতিটি আবেদনের ফি ১০০ টাকা।
আবেদনের প্রধান নিয়মাবলি ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ফরম পূরণ করতে হবে।
* কোটা (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ইত্যাদি) দাবি করলে অবশ্যই সংশ্লিষ্ট বক্সে টিক (✔) দিতে হবে, নাহলে কোটা বিবেচিত হবে না।
* রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, JPEG ফরম্যাট) আপলোড করতে হবে।
* ফরম সাবমিট করার পর ছবিসহ Applicant’s Copy প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে হবে। এই কপিতে পাওয়া User ID দিয়েই ফি জমা দিতে হবে।
এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়ার নিয়ম
১. প্রথম এসএমএস : GSA User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ : GSA ABCDEF → Send to 16222
২. ফিরতি এসএমএসে নাম ও PIN পাওয়া যাবে।
৩. দ্বিতীয় এসএমএস : GSA YES PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
সতর্কতা একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে বা অসদুপায় প্রমাণিত হলে আবেদন বাতিল হবে। আবেদনপত্রে দেওয়া তথ্যই পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই সঠিকতা নিশ্চিত করতে হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও স্কুলভিত্তিক আসন সংখ্যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
এমকে