ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে রাফিয়ার বাড়িতে গান পাউডার দিয়ে আগুন দেয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তার ফেসবুক পোস্টে এ ঘটনা জানিয়ে বলেন, আগুন এবং বিস্ফোরণ ঘটানো হয়েছে জঙ্গি লীগ দ্বারা।

পুলিশ এখনও ঘটনাস্থল পরিদর্শন করেছে কিনা বা কোনো ব্যবস্থা নিয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। উম্মে উসওয়াতুন রাফিয়া ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার