ক্যাটাগরি: পুঁজিবাজার

শেষ কার্যদিবসে অধিকাংশ শেয়ারের দরপতন, কমেছে সূচকও

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমানও সামান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ৩৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ১৩ পয়েন্ট কমে ১০১৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৮৭৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৪৫ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৫ লাখ ৫৭ হজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৪টি কোম্পানির, বিপরীতে ২৩৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার