যুক্তরাষ্ট্রে উৎপাদিত গাড়িতে চীনা যন্ত্রাংশ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে ইলোন মাস্কের কোম্পানি টেসলা। ওয়াশিংটন-বেইজিং চলমান বাণিজ্য উত্তেজনার কারণে এ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা চীনের ওপর নির্ভরতা কমাতে সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদন অনুসারে এর মধ্যে যুক্তরাষ্ট্রের কারখানায় কিছু চীনা যন্ত্রাংশের বিকল্প ব্যবহার শুরু করেছে টেসলা। আগামী এক বা দুই বছরের মধ্যে বাকি সব যন্ত্রাংশের জন্য বিকল্প উৎস খুঁজে বের করার পরিকল্পনা করছে তারা।
বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি এ কোম্পানি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুই দেশের মধ্যকার শুল্কের ওঠা-নামা এবং বাণিজ্যবৈষম্য গাড়ির দাম ও সরবরাহ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি করছে। তাই এ সিদ্ধান্ত নিয়েছে টেসলা।
গত দুই বছরে যুক্তরাষ্ট্রের কারখানা থেকে উত্তর আমেরিকার বাজারে সরবরাহ বাড়িয়েছে কোম্পানিটি। গত এপ্রিলে টেসলা জানিয়েছিল, চীনা যন্ত্রাংশের বিকল্প খুঁজছে তারা।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী চীনে উৎপাদিত এ কোম্পানির ইভির বিক্রি গত মাসে ২০২৪ সালের অক্টোবরের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ কমে ৬১ হাজার ৪৯৭ ইউনিটে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যবিবাদের কারণে চলতি বছর সতর্ক অবস্থায় রয়েছে বৈশ্বিক গাড়ি শিল্প। উচ্চ শুল্ক, দুষ্প্রাপ্য খনিজ ও চিপের সম্ভাব্য ঘাটতির কারণে কোম্পানিগুলো চীননির্ভরতা কমানোর চেষ্টা করছে।
গত সপ্তাহে জেনারেল মোটরস তাদের সরবরাহকারীদের চীনা যন্ত্রাংশ সরাতে নির্দেশ দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, টেসলার এ পদক্ষেপ থেকে প্রতীয়মান হয় যে বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে মার্কিন নির্মাতারা সরবরাহ চেইন সুরক্ষিত করার চেষ্টা করছে।