ক্যাটাগরি: জাতীয়

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কারকাজের কারণে বুধবার (১৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার নাগদা উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার সংস্কার, ৩৩ কেভি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ লাইনের উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটাই এসব কাজের জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

.মতলব পৌরসভা

.নারায়ণপুর পৌরসভা

.খাদেরগাঁও ইউনিয়ন

.নায়েরগাঁও উত্তর ইউনিয়ন

.নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন

উল্লিখিত ২টি পৌরসভা ও ৩টি ইউনিয়নের সব গ্রাম ও মহল্লায় এই সময়ের মধ্যে বিদ্যুৎ বন্ধ থাকবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

শেয়ার করুন:-
শেয়ার