মিস ইউনিভার্স প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিজয়ীরা এক বছরের জন্য সম্পূর্ণ নতুন জীবনধারা উপভোগ করতে পারেন। প্রতিযোগিতাটি পরিচালনা করে থাইল্যান্ড ও মেক্সিকো ভিত্তিক মিস ইউনিভার্স অর্গানাইজেশন।
এক বছরের সময়ে এই প্রতিযোগিতার সরাসরি সম্প্রচার ও পরবর্তী কার্যক্রম প্রায় ৫০ কোটি দর্শক দেখেন। থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে চলতি ৭৪তম আসরে আলোচনায় রয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।
বিজয়ী হওয়ার পর তিনি যে সুবিধা পান, সেগুলো হলো:
১. নগদ অর্থ
বিজয়ীকে এক বছরের বেতন হিসেবে প্রায় ২.৫ লাখ ডলার দেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার বেশি।
২. বিলাসবহুল নিউইয়র্ক অ্যাপার্টমেন্ট
মিস ইউনিভার্সের বিজয়ী এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে পারেন। এখানে থাকার সব খরচ মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বহন করে।
৩. ব্যক্তিগত উড়োজাহাজ
একটি ব্যক্তিগত উড়োজাহাজের সুবিধাও দেওয়া হয়। এটি ব্যবহার করে বিজয়ী বিশ্বের যেকোনো প্রান্তে ভ্রমণ করতে পারেন।
সফরের সব খরচ, হোটেল, খাওয়া-দাওয়া, ফটোশুট এবং প্রেস মিটিং আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
তবে প্রতিটি সফরে বিজয়ীকে কিছু দাতব্য কর্মকাণ্ডে অংশ নিতে হয়।
৪. ব্যক্তিগত জীবন ও সুযোগ সুবিধা
বিজয়ীকে রান্না, বাজার করা বা অন্যান্য দৈনন্দিন দায়িত্ব নিয়ে চিন্তা করতে হয় না।
মুকুট পরবর্তী এক বছর তিনি নিজে রাখতে পারেন, কিন্তু পরের বছর নতুন বিজয়ীর হাতে সেটি হস্তান্তর করতে হয়।
তবে বিজয়ীকে একটি রেপ্লিকা মুকুট দেওয়া হয়, যার দাম প্রায় ১৫–২০ হাজার ডলার বা প্রায় ১৮–২৪ লাখ টাকা।
এক কথায়, মিস ইউনিভার্স বিজয়ীর জীবন এক বছরের জন্য স্বপ্নের মতো হয়ে ওঠে, যেখানে সব ধরনের আয়োজন ও দায়িত্ব মিস ইউনিভার্স কর্তৃপক্ষ দেখে নেন।
এমকে