সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬ শেয়ারের দর বৃদ্ধি হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেন পরিমাণ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৩২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৯৮৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৮৬০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৯৮ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৬টি কোম্পানির, বিপরীতে ১১৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমকে