ক্যাটাগরি: ফ্যাক্টচেক

‘ব্যারিস্টার ফুয়াদের আপত্তিকর ছবি’ সোশ্যাল মিডিয়ায় ভুয়া ছবি ছড়ানোর অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যারিস্টার ফুয়াদের আপত্তিকর ছবি ফাঁস’ শিরোনামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। প্রথমে আওয়ামীপন্থী ফেসবুক পেজ ‘দৈনিক আজকের কণ্ঠ’ ছবিটি পোস্ট করে। পরে বিএনপিপন্থী পেজ কাঠেরকেল্লাসহ আরও কয়েকটি পেজ একই ছবি পুনরায় শেয়ার করে।

ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলেও এর সত্যতা নিয়ে সন্দেহ দেখা দেয়। অনুসন্ধানী প্ল্যাটফর্ম “দ্য ডিসেন্ট” এর যাচাইয়ে জানা যায়, ছবিটির সঙ্গে ব্যারিস্টার ফুয়াদের কোনো সম্পর্ক নেই। আলোচিত ছবিটি ভারতের একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া, এবং সেখানে থাকা ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে ভুয়া ছবি বা দুরভিসন্ধিমূলক কনটেন্ট ছড়ানোর প্রবণতা বাড়ছে, যা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর। সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এমন বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো দণ্ডনীয় অপরাধ।

ঘটনাটি ঘিরে অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

শেয়ার করুন:-
শেয়ার