বিদায়ী সপ্তাহে (০৯ নভেম্বর–১৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০.৬৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৬ দশমিক ৪৩ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ দশমিক ৬২ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইবনে সিনার ৩.৭৫ শতাংশ, শাহাজীবাজার পাওয়ারের ৩.৪৯ শতাংশ, আইবিবিএল পারপেচুয়াল বন্ডের ২.৪১ শতাংশ, শাহজালাল ব্যাংকের ২.৪১ শতাংশ, ডরিন পাওয়ারের ২.৩০ শতাংশ, জাহিন টেক্সটাইলের ২.১৩ শতাংশ এবং ইফাদ অটোসের ২.১৩ শতাংশ দর বেড়েছে।