শরীয়তপুরের সখিপুর থানাধীন তারাবুনিয়ায় ডক্টর’স পয়েন্ট তারাবুনিয়া শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় চেয়ারম্যান বাজারে নতুন এ শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় মানুষের জন্য কম খরচে মানসম্মত ও বিশ্বাসযোগ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ, পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আবু ছালেহ, ডা. আব্দুর রাজ্জাক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান মাঝি।
এছাড়াও, উপস্থিত ছিলেন আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান সরকার, সদস্য আব্দুস ছামাদ আসামী, হোসেন সরকার, কলিমুল্লাহ মাঝি আলাউদ্দিন সরকার ও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার অন্যান্য গুণীজন।
বক্তারা বলেন, সখিপুর, তারাবুনিয়া, রাজরাজেশ্বরসহ আশেপাশের মানুষের মানসম্মত চিকিৎসা সেবার ঘাটতি পূরণে ডক্টর’স পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ মানুষ যেন স্বল্প খরচে সঠিক ও মানসম্মত চিকিৎসা পায়—এটাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।
অর্থসংবাদ/তাহের/এসএম