টানা ৭ বছর পর হ্রাস পেয়েছে থাইল্যান্ডে চিনির মজুদ

টানা ৭ বছর পর হ্রাস পেয়েছে থাইল্যান্ডে চিনির মজুদ
থাইল্যান্ডে টানা সাত বছর ধরে চিনির সমাপনী মজুদে প্রবৃদ্ধি বজায় রয়েছ। চলতি বছর শেষে বদলে যেতে পারে চিত্রপট। দেশটিতে চিনির সমাপনী মজুদ আগের বছরের তুলনায় অর্ধকের বেশি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার সূত্রে এ তথ্য জানা যায়।

মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, ২০২০ সাল শেষে থাইল্যান্ডে চিনির সমাপনী মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ৩৫ লাখ ৩০ হাজার টনে। এর মধ্য দিয়ে আগের বছরের তুলনায় দেশটিতে খাদ্যপণ্যটির মজুদ হ্রাস পেতে পারে ৫৭ দশমিক ৬২ শতাংশ। গত বছর থাইল্যান্ডে চিনির সমাপনী মজুদ ছিল ৮৩ লাখ ৩০ হাজার টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে থাইল্যান্ডে চিনির সমাপনী মজুদ হ্রাস পেতে পারে ৪৮ লাখ টন।

২০১২ সালে থাইল্যান্ডের ইতিহাসে সর্বশেষ চিনির সমাপনী মজুদে মন্দা ভাব দেখা গেছে। ওই বছর দেশটিতে চিনির মজুদ দাঁড়ায় ২৮ লাখ ১০ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮০ শতাংশ কম। এরপর চলতি বছর ফের থাই চিনির মজুদ কমার পরিস্থিতি তৈরি হয়েছে।

থাইল্যান্ডের অবস্থান চতুর্থ চিনি উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায়। তবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ চিনি রফতানিকারক দেশ থাইল্যান্ড। গত বছর চিনির বৈশ্বিক রফতানি বাণিজ্যের ১৫ দশমিক ৪ শতাংশ একাই জোগান দিয়েছিল দেশটি। রফতানি হয়েছিল ১ কোটি ৬ লাখ ১২ হাজার টন চিনি, যা আগের বছরের তুলনায় ২ দমমিক ৭০ শতাংশ কম।

২০২০ সালে থাইল্যান্ড থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৬ লাখ ৫০ হাজার টন চিনি রফতানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় দশমিক ৩৬ শতাংশ বেশি। এটাই হবে থাইল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চিনি রফতানির রেকর্ড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়