ক্যাটাগরি: পুঁজিবাজার

বিনিয়োগকারীদের মূলধন কমলো আরও ১৭ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (০৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৬ হাজার ৯৪১ কোটি টাকা ২ দশমিক ৪৫ শতাংশ।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৬৫.২৫ পয়েন্ট বা ৫.৩৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৮৯.৩৬ পয়েন্ট বা ৪.৬০ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৬২.২৬ পয়েন্ট বা ৫.৯৯ শতাংশ।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৪২২ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৬৫০ কোটি ৪৬ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৩০ কোটি ৯ লাখ টাকা বা ২৬.৮৫ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৮৪ কোটি ৪৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির, কমেছে ৩৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দাম।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার