সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫২টির শেয়ারদর কমেছে। এরমধ্যে দুই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দরপতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএসইতে মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের সর্বোচ্চ দরপতন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ারদর এদিন ১০ শতাংশ করে কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স, এস্কয়ার নিট, প্রগতি ইন্স্যুরেন্স এবং ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি।
এসএম