সপ্তাহের চতুর্থ কর্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেন কমে ২০০ কোটির ঘরে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ নভেম্বর) ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ২২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ১৪ পয়েন্ট কমে যথাক্রমে ১০০৫ ও ১৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ জুন সর্বনিম্ন লেনদেন হয়েছিলো ২৭৬ কোটি ৫৩ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
এসএম