“সুশাসনের জন্য হিসাববিজ্ঞান” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনে মধ্যেদিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে বর্ণাঢ্য র্যালি আরম্ভ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমবেত হন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বর্নাঢ্য র্যালিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. জাকির হোসেন এবং বিভাগের অন্যান্য শিক্ষক-সহ সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, ‘অ্যাকাউন্টিং পেশায় কর্মরতদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের জন্য প্রতিবছর এ দিনটি স্মরণ করা হয়। আমেরিকা, ইউরোপের বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেমন এসিসিএ, এআইসিপিএ প্রভৃতি সংগঠন এই দিনটি উদযাপন করে থাকে। ফলশ্রুতিতে বিশ্বে এই পেশার প্রতি আগ্রহী ও অনুপ্রেরণিত হয়।’
উল্লেখ্য, পরবর্তীতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্যোগে একাউন্টিং কুইজ প্রতিযোগিতা এবং অনলাইন জুমের মাধ্যমে আমেরিকান অ্যাসোসিয়েশনের একটি সেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে অনলাইন সেমিনারের মাধ্যমে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত দিবসটি একযোগে পালন করে।
অর্থসংবাদ/কাফি/সাকিব