সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৩৯০টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৯ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১০ দশমিক ৫৮ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং। কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ১২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে ওয়াটা কেমিক্যালের শেয়ার দর ৮ দশমিক ১০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এএফএস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অলিম্পিক এক্সেসরিজ, প্রিমিয়ার লিজিং এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসএম