শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নোয়াব আলী সরকারের কান্দিতে আবারও চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, আগের ঘটনার বিচার না হওয়ায় এলাকায় পুনরায় এমন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১টার দিকে প্রবাসী খোকন মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, খোকন মাঝি প্রবাসে অবস্থান করছেন, তার স্ত্রী আমেনা বেগম দুই ছেলে-মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। সেদিন বিকেলে আমেনা বেগম ঢাকা থেকে বাড়ি ফেরেন এবং রাতে একটি গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করেন। রাতের কোনো এক সময় সুযোগ বুঝে বাড়ির তালা ভেঙে আলমারি ও শোকেস ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায় চোর। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- একটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের আংটি, ৫ ভরি রুপার গহনা এবং নগদ ২৫ হাজার টাকা।
পরদিন সকালে আমেনা বেগম বাড়ি ফিরে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তিনি আশপাশের লোকজন ও স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য জালাল খাঁন এবং এলাকার কয়েকজন মুরুব্বিকে বিষয়টি জানান। তবে তারা বিচার করার আশ্বাস দিলেও পরে কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী পরিবার জানায়, এ ঘটনায় তারা সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। চুরির পর ঘটনাস্থল থেকে একটি ছুরি (চাকু), একটি ফ্লাস্ক, একটি সেলাই রেঞ্জ (হারাইস) এবং একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয় বলে জানান ভুক্তভোগী পরিবার।
এলাকাবাসী জানান, পূর্বেও এ এলাকায় হাঁস, মুরগি ও মোবাইলসহ ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয়ভাবে বিচার না হওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন তারা।
এই বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, গত ৪ তারিখের ঘটনার অভিযোগ পেয়েছি। সখিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাটির রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনবে ইনশাআল্লাহ।
অর্থসংবাদ/এমকে/তাহের