ক্যাটাগরি: সারাদেশ

উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের উপবৃত্তি পরীক্ষা সম্পন্ন

শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন। এর ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সংগঠনটির ২০তম উপবৃত্তি পরীক্ষা–২০২৫।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এবারের উপবৃত্তি পরীক্ষায় উত্তর তারাবুনিয়া ইউনিয়ন ও আশপাশের ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার ফলাফল আজই প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মনির খাঁন, সভাপতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি. এম. রিদাউল, যুগ্ম সাধারণ সম্পাদক ও বুয়েটের শিক্ষার্থী রায়হান মাহমুদ, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উপবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রধান অতিথি আক্তার হোসেন আসামি তাঁর বক্তব্যে বলেন, তোমরা সবাই মিলে একটি সংগঠন গঠন করো— এমন একটি সংগঠন, যার মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন ঘটবে। আজ আমি দীর্ঘদিনের যে আশা মনে মনে লালন করেছি, সেই আশা পূরণের প্রতিচ্ছবি এই ছাত্রকল্যাণ সংগঠন। অনেক সময় নানা সংগঠনের কারণে আমরা বিভ্রান্তিতে পড়ি, তাই আমি আজ সবাইকে আহ্বান জানাই — যারা মেধাবী ছাত্র আছেন, তারা একত্র হয়ে এমন একটি সংগঠন তৈরি করো, যা শিক্ষার আলো আরও জাগ্রত করবে এবং আমাদের এলাকার উন্নয়নে অবদান রাখবে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মনির খাঁন বলেন, আমরা চাই উত্তর তারাবুনিয়া ইউনিয়নসহ পুরো ভেদরগঞ্জ উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক। মেধাবী শিক্ষার্থীরাই হবে আগামী দিনের নেতৃত্বের মূল চালিকা শক্তি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:-
শেয়ার