শরীয়তপুরের সখিপুর থানার অন্তর্গত উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাশার বেপারীকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের পক্ষ থেকে জানানো হয়, আবুল বাশার বেপারী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাই তাঁকে সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার ৬ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশ উত্তর তারাবুনিয়া থেকে তাঁকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
পুলিশ জানায়, তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এবিষয়ে সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক রাজিব সরদার বলেন অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা উচিত। যুব সমাজ যেন মাদক থেকে দূরে থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেন আসামী বলেন দলীয় ভাবমূর্তি রক্ষায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
বর্তমানে আবুল বাশার বেপারী পুলিশ হেফাজতে রয়েছেন। শুক্রবার তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সখিপুর থানা সূত্রে জানা গেছে।