সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫১টির শেয়ারদর কমেছে। এরমধ্যে তিন কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দরপতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডিএসইর এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এই তিন কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ারদর এদিন ১০ শতাংশ করে কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্যাসিফিক ডেনিমস, রতনপুর স্টিল, ফারইন্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, হামিদ ফেব্রিক্স এবং এক্টিভ ফাইনকেমিক্যালস লিমিটেড।
এসএম