বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের (বিএলসি) সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৬–২০২৭ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. রফিকুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু তালেব আকন্দ।
বুধবার (০৫ নভেম্বর) সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ খন্দকার হাফিজুর রহমান, মো. আব্দুস সাত্তার মোল্লাহ ও মো. জালাল উদ্দিন মানিক।
কার্যকরী কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মাহমুদুল হাসান সৈয়দ, সৈয়দ মুহাম্মদ আব্দুল মতিন, মো. মাসুদুর রহমান মাসুদ ও মো. আবুল কাশেম। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. খন্দকার মোজাম্মেল হক, মো. ডাজ উখিন এবং মো. সাইদুল ইসলাম খান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. ছনরুল ইসলাম, আর সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুল আওয়াল। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজিম উদ্দিন এবং প্রচার সম্পাদক হয়েছেন মুফতি মো. শহিদুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে রয়েছেন মো. শামিম হোসেন, তার সহকারী হিসেবে দায়িত্বে আছেন মো. ইমরুল হাসান ইমন।
সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মো. তারিকুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মো. মামুনুর রশিদ এবং আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম মল্লিক।
এছাড়া, মহিলা সম্পাদিকার দায়িত্বে আছেন ইলোরা কাবেরী ইলা, আর সহমহিলা সম্পাদিকার দায়িত্ব দেওয়া হয়েছে সিমু খাতুনকে।