সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, এদিন ব্লক মার্কেটে মোট ২৩ লাখ ৭০ হাজার ৫৮৯টি শেয়ার ৪৫টি লেনদেনের মাধ্যমে হাতবদল হয়েছে, যার আর্থিক মূল্য ১৭ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারে, যার পরিমাণ ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকার। তৃতীয় স্থানে রয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই), যার শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকার।