ক্যাটাগরি: পুঁজিবাজার

দর পতনের শীর্ষে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ দশমিক ৩৮ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ১ হাজার ১৭৮ বার লেনদেনের মাধ্যমে মোট ১৪ লাখ ৭২ হাজার ৫৬৪টি শেয়ার হাতবদল করেছে, যার বাজারমূল্য ২ কোটি ৪৩ লাখ টাকা।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যার শেয়ার দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ৪৭ বার লেনদেনের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার ৭৫১টি শেয়ার হাতবদল করেছে, যার বাজারমূল্য ১ লাখ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, যার শেয়ার দরও ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪ বার লেনদেনের মাধ্যমে ১৬ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য ২০ হাজার টাকা।

এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে — ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশন কমেছে ৮ দশমিক ৬৪ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কমেছে ৭ দশমিক ৭৬ শতাংশ, ইনটেক লিমিটেড কমেছে ৭ দশমিক ৪৮ শতাংশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট কোম্পানি (বিফিন) কমেছে ৬ দশমিক ৯৯ শতাংশ, এবং প্যাসিফিক ডেনিমস ও এস এস স্টিল লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৮২ শতাংশ।

শেয়ার করুন:-
শেয়ার