ক্যাটাগরি: পুঁজিবাজার

এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুডস লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। বিষয়টি কোম্পানি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এপেক্স ফুডসের প্রতি শেয়ার আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ২০ পয়সা।

এ সময়ে কোম্পানির প্রতি শেয়ার নগদ প্রবাহ (সিপিএস) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল মাইনাস ১২ টাকা ১৯ পয়সা।

এ ছাড়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ার নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৯৬ পয়সা।

শেয়ার করুন:-
শেয়ার