ক্যাটাগরি: পুঁজিবাজার

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সভায় ফান্ডটির ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক/ প্রথম প্রান্তিকের (জুলাই’২৫ থেকে সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত হিসাব (আন-অডিটেড রিপোর্ট) অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানান হয়েছে।

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে ফান্ডটির নীট সম্পদের মূল্য দাঁড়িয়েছে বর্তমান মূল্যে ৭৭ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ৫৫৭ টাকা এবং বাজার মূল্যে ৫৪ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৩২৬ টাকা।

অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান মূল্যে ১১ দশমিক ৬১ টাকা এবং বাজার মূল্যে ৮ দশমিক ১৯ টাকা। নীট লাভ হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার ৬১৯ টাকা এবং ইউনিট প্রতি আয় ০ দশমিক ২৩ টাকা।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার