সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৮টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মনোস্পুল বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০২ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৯০ পয়সা বা ৩০.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জেমিনি সি ফুড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর ৮.৭৫ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মাগুরা মাল্টিপ্লেক্স, ওয়াটা কেমিক্যালস, ফার্মা এইডস, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, এপেক্স ফুড এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইজ লিমিটেড।
এসএম