ক্যাটাগরি: পুঁজিবাজার

রূপালী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২০৭টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে রূপালী ব্যাংক পিএলসির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০২ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ০৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইউফিউশনের শেয়ার দর ৬ দশমিক ৭৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিএফআইসি, খান ব্রাদার্স, এসআইবিএল, তুং হাই নিটিং, গ্লোবাল ইসলামী ব্যাংক, আরডি ফুড এবং ইনটেক লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার