ক্যাটাগরি: পুঁজিবাজার

স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করলো বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কমিশন থেকে এক চিঠির মাধ্যমে ব্যাংকটিকে জানানো হয়েছে, তাদের প্রাইভেট প্লেসমেন্টের মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডটির প্রস্তাব বাতিল করা হয়েছে।

এর আগে গত ২৯ জুন ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানিয়েছে, তাদের পর্ষদ ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পঞ্চম মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।

আনসিকিউরড, নন-কনর্ভাটিবল এবং ফুললি রিডেমেবল বৈশিষ্ট্যের এই বন্ডটি ইস্যু করে তাদের ব্যাসেল-৩ মানদণ্ডের অধীনে থাকা টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে চেয়েছিল ব্যাংকটি। যার সুদহার ফ্লোটিং (ভাসমান) এবং নিয়ন্ত্রক সংস্থা নির্দেশনা অনুযায়ী নির্ধারণের কথা জানানো হয়েছিল তখন। আর এই বন্ডের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছিল ৭ বছর।

শেয়ার করুন:-
শেয়ার