বিদায়ী সপ্তাহে (২৬ অক্টোবর-৩০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা ৭০ পয়সা বা ৪৮.৫৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ২৭.৪৭ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে ২৪.৫৯ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে পেনিনসুলা চিটাগং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ১৪.৫৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪.৫১ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের ১৪.০৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ১৩.৮৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার-এর ১৩.৪৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ১৩.০১ শতাংশ এবং সালভো কেমিক্যালের ১২.৬৩ শতাংশ দর বেড়েছে।