ক্যাটাগরি: সারাদেশ

সখিপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অধীর প্রতীক্ষার পর আজ শরীয়তপুরে সখিপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫। সকাল ১০টায় একযোগে জেলার ৬টি উপজেলায় ১০টি কেন্দ্রে শুরু হয় এ পরীক্ষা, এতে অংশগ্রহণ করে প্রায় ৬ হাজার শিক্ষার্থী।

সখিপুর থানার পরীক্ষাটি অনুষ্ঠিত হয় হাজী শরীয়তউল্লাহ ডিগ্রি কলেজে। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষামুখর।

সখিপুর থানার আওতায় মোট ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এ পরীক্ষায়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ, ডা. আব্দুর রাজ্জাক, অফিসার, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাওলানা সিরাজুল ইসলাম, এবং হাজী শরীয়তউল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অশোক চন্দ্র টিকাদার।

পরিদর্শনকালে অতিথিরা পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, অধ্যবসায় ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দেশের বিভিন্ন স্থানে প্রতিবছর আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তা ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো।

শেয়ার করুন:-
শেয়ার