ক্যাটাগরি: অর্থনীতি

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক হলেও নির্দিষ্ট ক্ষেত্রে মিলবে ছাড়

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে অসমর্থ হন, তাহলে নির্ধারিত নিয়ম মেনে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮(৪) অনুযায়ী সংশ্লিষ্ট করদাতারা ৩১ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সুনির্দিষ্ট যৌক্তিক কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনসাপেক্ষে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ মিলবে।

তবে এ সুযোগটি শুধুমাত্র বিশেষ আদেশ নং-০১/২০২৫ এর ক্রমিক নং-১-এ উল্লিখিত ব্যতিক্রমী করদাতা ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে প্রযোজ্য।

এনবিআর জানিয়েছে, করদাতাদের সুবিধার্থে ই-রিটার্ন পোর্টাল www.etaxnbr.gov.bd চালু রয়েছে এবং সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার