ক্যাটাগরি: পুঁজিবাজার

ফার গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিদেশি কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে গিয়ে ভুয়া শেয়ারহোল্ডার ও নকল কাগজপত্র দেখিয়ে শেয়ারবাজার থেকে ২৭৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ফার গ্রুপের চেয়ারম্যান মো. আবদুল কাদের ফারুকসহ একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ফারুকসহ কোম্পানিটির নির্বাহী পরিচালক ও পরিচালকসহ ১০ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- বাংলাদেশি ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক, সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং সুং ওয়ে মিন।

এদিন দুদকের পক্ষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, মো. আব্দুল কাদের ফারুকের চেয়ারম্যান বিদেশি কম্পানি ‘রিং শাইন টেক্সটাইল লি.’ (ডিইপিজেড) এর ওয়াকিং ক্যাপিটাল না থাকা সত্ত্বেও কম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য ভুয়া শেয়ার হোল্ডার ও সব ধরনের কাগজপত্র ফেবরিকেটেড করে শেয়ার বাজারের আইপিওতে অন্তর্ভুক্ত করে ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ করেন।

এতে আরও বলা হয়, আবদুল কাদের ফারুক ওই কম্পানির সঙ্গে এমওইউ স্বাক্ষর করে জালিয়াতি করে অর্জিত অর্থের ৪০/৬০ শতাংশের বিনিময়ে। অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে জানা যাচ্ছে। এমতাবস্থায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

শেয়ার করুন:-
শেয়ার