সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ১৯৯টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৯৪ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৮.৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর ৭.৬৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্স, খান ব্রাদার্স, বিবিএস ক্যাবলস, বিবিএস লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল এবং অগ্নি সিস্টেমস পিএলসি।
এসএম