ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৩৬ শেয়ারদর

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৯ ও ১৯৮০ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৮৫ লাখ টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৬টি, কমেছে ৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ারের।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার