ক্যাটাগরি: রাজনীতি

জামায়াত ক্ষমতায় এলে শিক্ষকরা ন্যায্য অধিকার পাবেন: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষকদের সব যৌক্তিক ন্যায্য দাবি পূরণ করবে।

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে পুরানা পল্টন কলেজ অডিটোরিয়ামে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা নীতি সংস্কার করে আধুনিক যুগোপযোগী শিক্ষা নীতি প্রণয়ন করা হবে এবং শিক্ষা খাতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেটে বরাদ্দ ভিত্তি করা হবে। শিক্ষাখাতে যা বরাদ্দ দেওয়া হবে তা খরচ নয় বরং আগামী প্রজন্মের জন্য বিনিয়োগ। অথচ আওয়ামী লীগ শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে।

এসময় তিনি আরও বলেন, অতীতের সব সরকার শিক্ষকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাঁরা ক্ষমতাকে চিরস্থায়ী করতে নিজেরা-নিজেরা প্রহসনের ভোট করেছে। প্রহসনের নির্বাচনে তাদের জালিয়াতিতে জড়াতে বহু শিক্ষককে বাধ্য করেছে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন এবং তার পরবর্তীতে আওয়ামী লীগের শাসনামলের ২০১৪ সালে এক দলীয় নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট ও ২০২৪ সালের আমি-ডামি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত। এসব নির্বাচনের মাধ্যমে বড় দল দাবি করা দেশের দুটি দল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। শিক্ষকদের ব্যবহার করে শিক্ষক সমাজকে জাতির কাছে অপরাধী সাজিয়েছে। ক্ষমতায় বসে শিক্ষকদের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলেছে।

ড. হেলাল উদ্দিন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক কেবল জাতি গড়ার কারিগর নয় বরং শিক্ষক জাতির ভবিষ্যৎ নির্ধারণেও ভূমিকা রাখে। নির্বাচনের মাধ্যমে জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। সেই নির্বাচনে যদি ভোট গ্রহনের কাজে নিয়োজিত শিক্ষকগণ নিরপেক্ষ ভূমিকা রাখে তবে জাতি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের সরকার গঠন করতে পারে। কিন্তু কোনো শিক্ষক যদি নিরপেক্ষতা হারিয়ে কোনো দলের পক্ষপাতিত্ব করে তবে বিতর্কিত নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। ফলে জনগণের সরকার গঠন করা যায় না।

আগামী নির্বাচনে শিক্ষকদের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই ক্ষমতা লোভীদের ভোট চুরি করতে দেওয়া যাবে না, কেন্দ্র দখল করতে দেওয়া যাবে না, জাল ভোট ও ব্যালট বাক্স লুটের সুযোগ দেওয়া যাবে না। সাহসীকতার সঙ্গে যেকোন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, ভোট চুরি করতে আসে, ব্যালট বাক্স লুট করতে আসে তবে উপস্থিত জামায়াতে ইসলামীর পোলিং এজেন্টদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর শুরা সদস্য ও পল্টন থানা নায়েবে আমীর এডভোকেট মারুফুল ইসলাম, সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব, পল্টন থানা সহকারী সেক্রেটারি মো. এনামুল হক, কর্মপরিষদ সদস্য আ ফ ম ইউসুফ, ওমর ফারুক, শামীম হাসনাইন, নুরুল আফসার, থানা শুরা সদস্য শরীয়ত উল্লাহ। এছাড়া পুরানা পল্টন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার