ক্যাটাগরি: পুঁজিবাজার

প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২৫ তারিখে শেষ হওয়া হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

তবে লভ্যাংশ ঘোষণার পাশাপাশি প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) বড় ধরনের পতন হয়েছে। আলোচ্য সমাপ্ত বছরে প্রিমিয়ার সিমেন্টের ইপিএস দাঁড়িয়েছে মাত্র ১ টাকা ২৯ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৭ টাকা ৪ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফায় বড় ধস নেমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

শেয়ার করুন:-
শেয়ার