দীর্ঘ প্রতীক্ষার পর শরীয়তপুর জেলার সখিপুর বাজারে আধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র সাজেদা-জাব্বার হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় আনুষ্ঠানিক এ হাসপাতালের উদ্বোধন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহজাহান মুন্সির উদ্যোগে প্রতিষ্ঠিত এই হাসপাতাল উদ্বোধনের মধ্য দিয়ে সখিপুরে আধুনিক চিকিৎসা সেবার এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, ব্যবসায়ী ও অসংখ্য স্থানীয় মানুষ।
হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রিয় শাহজাহান মুন্সি বলেন, সখিপুর ও আশপাশের মানুষ যেন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই সাজেদা-জাব্বার হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মানবতার সেবাই হবে মুখ্য বিষয়। আমি চাই- এই হাসপাতাল সবার জন্য উন্মুক্ত থাকুক এবং সখিপুর থেকেই একদিন নার্সিং হাসপাতাল প্রতিষ্ঠিত হোক।
তিনি আরও বলেন, ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সকল রোগীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শফিকুর রহমান কিরন। তিনি বলেন, শাহজাহান মুন্সি ভাইয়ের এই উদ্যোগ সখিপুরের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এই হাসপাতাল শুধু চিকিৎসা নয়, মানবতার সেবায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
অধ্যাপক ড. মাহমুদ হোসেন বকাউল বলেন, সাজেদা-জাব্বার হাসপাতাল মানসম্মত চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখানকার সাধারণ মানুষ এখন স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পাবেন।
সাবেক এডিশনাল আইজিপি মো. মনির হোসেন বকাউল বলেন, প্রিয় শাহজাহান মুন্সি ভাইয়ের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁর জন্য আন্তরিক দোয়া ও শুভ কামনা রইল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি বাচ্চু সরকার, সখিপুর বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, থানা যুবদলের সভাপতি মাসুম বালা, যুবনেতা সারোয়ার আহমেদ দিপু, সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান মানিক সরদার, যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সাবেক ছাত্রদল সভাপতি তোফায়েল আহমেদ সরদার, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, ছাত্রদলের সভাপতি নিহাদ মাহমুদ সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাজেদা-জাব্বার হাসপাতালের চেয়ারম্যান মো. শাহজাহান মুন্সি, পরিচালক জায়ান মুন্সি, সায়ান মুন্সি, মো. আজাদ মুন্সি, মো. খোকন মুন্সি, মানিক মুন্সি ও নাসির উদ্দিন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরিচ্ছন্ন পরিবেশ ও সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
কাফি