পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত মঙ্গলবার (২১ অক্টোবর) এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্র অনুযায়ী প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) সামান্য কমে ১ টাকা ২ পয়সা হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৬ পয়সা।
তবে, হিসাববছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকটির মোট ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৩ টাকা ৬৫ পয়সা, অর্থাৎ ৯ মাসের হিসাবেও সামান্য পতন লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়া, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৩৯ পয়সা।