ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মঙ্গলবার (২১ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলএর শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৫৮ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিং অ্যান্ড ডাইং ৮.৫৩ শতাংশ, মেট্রো স্পিনিং লি: ৭.৯৫ শতাংশ, ইনটেক ৬.৬২ শতাংশ, আমরা টেকনোলজিস ৫.৯৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫.০০ শতাংশ, নিউ লাইন ক্লোথিংস লিমিটেড ৪.৭৬ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলস ৪.৬১ শতাংশ দর বেড়েছে।

শেয়ার করুন:-
শেয়ার