সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি।
সূত্র মতে, রোববার (১৯ অক্টোবর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলসের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ। আর ৭ দশমিক ৬৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেড, ডরিন পাওয়ার, ডেফোডিল কম্পিউটারস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
কাফি