যুক্তরাজ্যে ৪০% গম উৎপাদন কমে আসছে

যুক্তরাজ্যে ৪০% গম উৎপাদন কমে আসছে
গম যুক্তরাজ্যে উৎপাদিত কৃষিপণ্যগুলোর মধ্যে অন্যতম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার আগেই দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন কমে আসছে। চলতি বছর শেষে যুক্তরাজ্যে গম উৎপাদন আগের বছরের তুলনায় ৪০ শতাংশ হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির মিনিস্ট্রি অব ফার্মিং অ্যান্ড এনভায়রনমেন্ট। ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও এগ্রিমানি সূত্রে এ তথ্য জানা যায়।

যুক্তরাজ্যের সরকারি পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে ২০২০ সাল শেষে দেশটিতে গমের সম্মিলিত বার্ষিক উৎপাদনের পরিমাণ এক কোটি টনের সামান্য নিচে নেমে আসতে পারে। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন হ্রাস পেতে পারে ৪০ শতাংশ।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, এবারের শরৎ মৌসুমে যুক্তরাজ্যের আবহাওয়া তুলনামূলক শীতল ছিল। বসন্তে আবহাওয়া ছিল বেশ উষ্ণ। ফলে দুই ঋতুতেই প্রত্যাশা অনুযায়ী গম উৎপাদন হয়নি। এর প্রভাব পড়েছে কৃষিপণ্যটির সামগ্রিক উৎপাদনে। বছরের ব্যবধানে দেশটিতে গম উৎপাদন ৪০ শতাংশ কমে আসছে।

চলতি বছর যুক্তরাজ্যে শুধু গম নয়, যব ও সরিষা উৎপাদনেও মন্দা ভাব বজায় থাকতে পারে। দেশটির সরকারি পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল শেষে যুক্তরাজ্যে যবের সম্মিলিত বার্ষিক উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৮৩ লাখ ৬০ হাজার টনে, যা আগের প্রাক্কলনের তুলনায় সামান্য কম।

চলতি বছর শেষে যুক্তরাজ্যে সব মিলিয়ে ১০ লাখ ৪০ হাজার টন সরিষা উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত আরেক প্রতিবেদনে যুক্তরাজ্য সরকার ২০২০ সালে দেশটিতে ১০ লাখ ৭০ হাজার টন সরিষা উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়