দাখিল নির্বাচনী পরীক্ষা শুরু ২৭ নভেম্বর, ফল ৩০ ডিসেম্বর

২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষার সময়সূচি সংশোধন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনী পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

বুধবার (১৫ অক্টোবর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশে দাখিল ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষার সময়সূচি সংশোধন করা হয়েছে। পরীক্ষার প্রস্তুতি ও ফল প্রকাশের সব কার্যক্রম বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।

নতুন সূচি অনুযায়ী, নির্বাচনী পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর এবং চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। মোট ১২ দিনব্যাপী এ পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

বিজ্ঞপ্তির অনুলিপিটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের কাছেও পাঠানো হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার