ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

ইউসিবি ইনভেস্টমেন্টের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

ইউসিবি ইনভেস্টমেন্টের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সদর দপ্তরে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর।

এছাড়াও ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে সেরাদের সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউরোমানি এবং ফাইন্যান্সএশিয়া কর্তৃক ২০২৫, ২০২৪ ও ২০২৩ সালে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে।

সেই সঙ্গে, ইউসিবি ইনভেস্টমেন্ট আরও একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি, যেমন: ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস (২০২৫),দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ফর সুকুক অ্যাডভাইজরি (২০২৫),ইউরোমানি কর্তৃক বেস্ট সিকিউরিটিজ হাউস (২০২৪), এবং দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস পুরস্কার অর্জন করেছে।

এর বাইরেও, ইউসিবি ইনভেস্টমেন্ট ২০২৫ সালে ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস, দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ফর সুকুক অ্যাডভাইজরি (২০২৫) এবং ইউরোমানি কর্তৃক বাংলাদেশের বেস্ট সিকিউরিটিজ হাউস (২০২৪) হিসেবে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস থেকেও একাধিক সম্মাননা লাভ করেছে।

এর আগেও, ইউসিবি ইনভেস্টমেন্ট অর্জন করেছে বেস্ট ব্যাংক ক্যাপিটাল (সুকুক, এশিয়া প্যাসিফিক, ২০২২) এবং এশিয়ামানি কর্তৃক বাংলাদেশের সেরা কর্পোরেট ব্যাংক (২০২২) সম্মাননা। এছাড়াও ব্যবসা পরিচালনার প্রথম বছরেই বিএসইসি কর্তৃক মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার (২০২১) অর্জন করে, যা ইউসিবি ইনভেস্টমেন্টের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও নেতৃত্বের এক অসাধারণ যাত্রাকে তুলে ধরে।

গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড পূর্ণাঙ্গ ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ থেকেছে—যার মধ্যে রয়েছে বন্ড ইস্যু, আইপিও, রাইটস ইস্যু, সিন্ডিকেটেড ঋণ, কর্পোরেট পরামর্শদান, এবং মার্জার ও অধিগ্রহণ সেবা। ‘TriCore নীতিমালা’—স্ট্যান্ডার্ড, সার্ভিস ও স্ট্রাটেজি—এই মূল বিশ্বাসে পরিচালিত হয়ে, ইউসিবি ইনভেস্টমেন্টের অভিজ্ঞ পেশাদার দল গ্রাহকদের বহুমাত্রিক চাহিদা অনুযায়ী উদ্ভাবনী ও কার্যকর সমাধান প্রদান করে আসছে।

শেয়ার করুন:-
শেয়ার