সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক কমেছে ৮০ পয়েন্ট। টাকার অংকে লেনদেন কমে ৪৮৭ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৫ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮০ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২০ দশমিক ২৮ পয়েন্ট কমে ১০৯১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৮ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৮৭ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬০৬ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩টি কোম্পানির, বিপরীতে ৩২৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।