ক্যাটাগরি: খেলাধুলা

সালাহউদ্দিন ও কিরণের দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আগামী ১৪-২১ অক্টোবর সৌদি আরবে অনুষ্ঠিত হবে ফিফা মেম্বারস অ্যাসোসিয়েশন ২০২৬ প্ল্যানিং মিটিং ও এশিয়ান ফুটবল কনফেডারশন (এএফসি) ২০২৫ অ্যাওয়ার্ড নাইট। যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য কিরণের।

এ জন্য তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বহিরাগমন-১ শাখার উপসচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

এ প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন‍্য চিঠি দিয়েছে, সেটা আমি এখনও হাতে পাইনি।

দুর্নীতির অভিযোগ থাকার পরও কীভাবে বিদেশ ভ্রমণের অনুমতি পাচ্ছেন-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব‍্যাপারে আমি কিছু জানিনা। এছাড়াও সালাহউদ্দিনের থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ক্রীড়াঙ্গনে ফ‍্যাসিস্টের দুই দোসরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়ে গেলেও রয়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। গত বছরের ৫ আগস্টের পর সালাহউদ্দিন দেশ ছেড়ে যাবার নানা উপায় খুঁজছিলেন, কিন্তু হালে পানি পাননি।

তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা দায়ের হওয়ার পর বৈধভাবে বাংলাদেশের সীমান্ত পেরুনো সালাহউদ্দিনের জন্য নিষিদ্ধ হয়ে যায়।

সেই নিষেধাজ্ঞা কাটানোর নতুন ফন্দি এঁটেছেন ফ্যাসিস্টের এই দোসর। মৃত প্রায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদকে ব্যবহার করে দেশ ছাড়তে চাচ্ছেন কাজী সালাহউদ্দিন।

সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাহউদ্দিন ও তার সহযোগী বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত‍্যাহার করেছে। যেখানে বিশেষ ভূমিকা পালন করেছে বাফুফে।

জানা গেছে, বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে কাজী সালাহউদ্দিনের বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দেন গত ১৬ সেপ্টেম্বর।

সালাহউদ্দিন ও বাংলাদেশ যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নাসিমুল গনির কাছে পৃথক আরেকটি চিঠি (সূত্র- ২৮১৬/বাফুফে-বিবিধ/২০২৫) দিয়েছেন তাবিথ আউয়াল।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার