খেলাধুলা
সালাহউদ্দিন ও কিরণের দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রত্যাহার
আগামী ১৪-২১ অক্টোবর সৌদি আরবে অনুষ্ঠিত হবে ফিফা মেম্বারস অ্যাসোসিয়েশন ২০২৬ প্ল্যানিং মিটিং ও এশিয়ান ফুটবল কনফেডারশন (এএফসি) ২০২৫ অ্যাওয়ার্ড নাইট। যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য কিরণের।
এ জন্য তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বহিরাগমন-১ শাখার উপসচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।
এ প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে, সেটা আমি এখনও হাতে পাইনি।
দুর্নীতির অভিযোগ থাকার পরও কীভাবে বিদেশ ভ্রমণের অনুমতি পাচ্ছেন-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। এছাড়াও সালাহউদ্দিনের থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ক্রীড়াঙ্গনে ফ্যাসিস্টের দুই দোসরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়ে গেলেও রয়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। গত বছরের ৫ আগস্টের পর সালাহউদ্দিন দেশ ছেড়ে যাবার নানা উপায় খুঁজছিলেন, কিন্তু হালে পানি পাননি।
তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা দায়ের হওয়ার পর বৈধভাবে বাংলাদেশের সীমান্ত পেরুনো সালাহউদ্দিনের জন্য নিষিদ্ধ হয়ে যায়।
সেই নিষেধাজ্ঞা কাটানোর নতুন ফন্দি এঁটেছেন ফ্যাসিস্টের এই দোসর। মৃত প্রায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদকে ব্যবহার করে দেশ ছাড়তে চাচ্ছেন কাজী সালাহউদ্দিন।
সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাহউদ্দিন ও তার সহযোগী বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। যেখানে বিশেষ ভূমিকা পালন করেছে বাফুফে।
জানা গেছে, বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে কাজী সালাহউদ্দিনের বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দেন গত ১৬ সেপ্টেম্বর।
সালাহউদ্দিন ও বাংলাদেশ যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নাসিমুল গনির কাছে পৃথক আরেকটি চিঠি (সূত্র- ২৮১৬/বাফুফে-বিবিধ/২০২৫) দিয়েছেন তাবিথ আউয়াল।
কাফি
খেলাধুলা
চূড়ান্ত হলো বিশ্বকাপের সব গ্রুপ: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ
২০২৬ ফিফা বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত করা হয়েছে। জানা হয়ে গেছে, আসন্ন বিশ্বকাপে কে হচ্ছে কার প্রতিপক্ষ। কোন গ্রুপে আছে কারা। কোন দল পেয়েছে সহজ গ্রুপ, কাদের ভাগ্যে জুটেছে ডেথ গ্রুপ।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর দলগুলোর ড্র অনুষ্ঠিত হয়েছে।
যেখানে ৪৮টি দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। আসুন একনজরে দেখে নিই—বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ।
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (গ্রুপের চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’ জয়ী—ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড অথবা নর্থ মেসিডোনিয়া)
গ্রুপ ‘বি’: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, (চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’ জয়ী—ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিন অথবা নর্দার্ন আয়ারল্যান্ড)
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, (চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’ জয়ী—তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো অথবা রোমানিয়া)
গ্রুপ ‘ই’: জার্মানি, ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী—ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া অথবা সুইডেন)
গ্রুপ ‘জি’: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ ‘এইচ’: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দ
গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২ জয়ী দল—ইরাক, বলিভিয়া অথবা সুরিনাম)
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ ‘কে’: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান (ফিফা প্লে-অফ ১ জয়ী দল—কঙ্গো, জ্যামাইকা অথবা নিউ ক্যালেডোনিয়া)
গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এতদিন ৮টি গ্রুপে ৩২টি দেশের বিশ্বকাপ খেললেও এবার প্রথমবারের মতো ১২টি গ্রুপে অংশ নেবে ৪৮টি দেশ।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বকাপের সব ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে ফিফা।
এমকে
খেলাধুলা
ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারালেন শাকিব খান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচিত দল ঢাকা ক্যাপিটালসের মালিকানা থেকে সরে দাঁড়িয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। গত আসরে এই দলের মালিকানায় যুক্ত থাকা শাকিব এবার আর দলের সঙ্গে নেই।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত বিপিএলের ক্রিকেটারদের নিলামে অংশগ্রহণের সময় দেখা গেল না শাকিবকে। বিসিবি সূত্রে জানা গেছে, ঢাকা ক্যাপিটালসের মালিকানা এখন রিমার্ক হারল্যান থেকে চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে রয়েছে এবং শাকিব খান নতুন মালিকানায় যুক্ত হননি।
শাকিব খানের নিজ প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, তিনি বেশ আগেই রিমার্ক-হারল্যানের পরিচালনা পরিষদ থেকে সরে গিয়েছেন। তাই ঢাকা ক্যাপিটালস বা রিমার্ক-হারল্যানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই এবং দল সম্পর্কে তার কাছে আপডেটও নেই।
গত বছর বিপিএলে ঢাকার দলের সঙ্গে শাকিবের যুক্তি ছিল আলোচনার এক বড় বিষয়, যেখানে তিনি গ্যালারিতে গিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। প্রথমবারের মতো ক্রিকেট দলের মালিকানা প্রসঙ্গে সেবার শাকিব বলেছিলেন, ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামবে। কিন্তু এবার ২০২৪ সালের বিপিএলে তার অনুপস্থিতি ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন তুলেছে।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস। এবারই প্রথম টুর্নামেন্টে নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। গতবার নিলামের সময় উপস্থিত ছিলেন শাকিব খান।
২০২৪ সালের বিপিএল ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এদিকে শাকিব খান বর্তমানে তার নতুন সিনেমা ‘সোলজার’ এর শুটিং নিয়ে ব্যস্ত। যা ঈদুল ফিতরে মুক্তির আশা করা হচ্ছে।
খেলাধুলা
হ্যাটট্রিক করে দক্ষিণ কোরিয়াকে রুখলেন আমিরুল
আবারও হ্যাটট্রিকের আলো ছড়ালেন আমিরুল ইসলাম। তার কাঁধে সওয়ার হয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ। জুনিয়র হকি বিশ্বকাপ পয়েন্টের খাতাও খুলল তারা। ভারতের তামিলনাড়ুতে রোববার দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দেয় বাংলাদেশ। দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে পুল ‘এফ’-এ তৃতীয় স্থানে আছে দল।
এদিনও বাজে শুরু হয় বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে দুটি এবং দ্বিতীয় কোয়ার্টারে এক গোল হজম করে কোনঠাসা হয়ে পড়ে দল। এরপরই আমিরুলের ঝলক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে হ্যাটট্রিক করা এই তরুণ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমবার জালের দেখা পান ৩৬তম মিনিটে, পেনাল্টি কর্নার (পিসি) থেকে।
চতুর্থ কোয়ার্টারের শুরুতে পিসি থেকেই লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান আমিরুল। এই কোয়ার্টারের শেষ দিকে আবারও পিসি থেকে সমতার স্বস্তি এনে দেন দলকে।
পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ মুখোমুখি হবে দুইবারের রানার্সআপ ফ্রান্সের।
এমকে
খেলাধুলা
হামজা-জামালদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা
২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার(১৮ নভেম্বর) রাতের এই স্মরণীয় মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের একমাত্র ও জয়সূচক গোলটি আসে ম্যাচের ১৩ মিনিটে। দারুণ এক মুভমেন্টে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তরুণ প্রতিভা মোরসালিন। গোলের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা করে ভারত। কিন্তু মাঝ মাঠে হামজা চৌধুরীর নেতৃত্বে জমাট রক্ষণ, শৃঙ্খলিত ডিফেন্স আর গোলরক্ষকের দৃঢ়তা ভারতের সব চেষ্টাই ব্যর্থ করে দেয়।
২০০৩ সালের ঢাকার ২-১ গোলের পর ভারতের বিপক্ষে আর কোনো জয় পায়নি বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর সেই খরা কাটিয়ে ফিরল নতুন ইতিহাস। এ নিয়ে ভারতের বিপক্ষে ৩০ বার মুখোমুখি লড়াইয়ে এটি বাংলাদেশের চতুর্থ জয়।
হামজা চৌধুরী ও সামিতের মতো নতুনদের আগমনে দলের খেলার ধরণ বদলে যাওয়ায় ভক্তদের মাঝে তৈরি হয়েছে নতুন আশাবাদ। সাম্প্রতিক ম্যাচগুলোয় বাংলাদেশ দেখিয়েছে ধারাবাহিক উন্নতি। হংকংয়ের সঙ্গে ড্র, নেপালের বিপক্ষে দুর্ভাগ্যজনক ড্র। আরেক ম্যাচে শেষ মুহূর্তে হার। সব মিলিয়ে এই জয় লাল-সবুজ দলের অগ্রগতির সুনির্দিষ্ট প্রমাণ।
পুরো দেশ যখন ঐতিহাসিক জয়ের আনন্দে ভাসছে, ঠিক তখন ২ কোটি টাকার পুরস্কারের ঘোষণা রাতটিকে আরও স্মরণীয় করে তুলেছে। জাতীয় দল, স্টেডিয়াম থেকে শুরু করে সমর্থকদের হৃদয় সব জায়গায় এখন ফুটবলে বাংলাদেশের জয়ের উৎসবের আমেজ।
খেলাধুলা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশের ভারত সফর
ভারতের অনুরোধে আইসিসির দু’দলের নির্ধারিত এফটিপিতে থাকা বাংলাদেশ নারী দলের ডিসেম্বরের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।বাংলাদেশ নারী দল ডিসেম্বরের মাঝামাঝি থেকে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি বিসিবিকে জানিয়ে দিয়েছে, নারী ক্রিকেটারদের দীর্ঘ বিরতি দিতে তারা এখন সিরিজ আয়োজন করতে পারছে না—কারণ বিশ্বকাপ জয়ের পর দলটিকে পর্যাপ্ত বিশ্রাম দিতে চায় তারা, বিশেষ করে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) সামনে রেখে।
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, তারা জানিয়েছে যে আলোচনা অনুযায়ী সিরিজটি এখন হচ্ছে না। তবে এটাকে বাতিল বলা যাবে না—এটা শুধু স্থগিত হলো। আবার নতুন করে সময় নির্ধারণ হবে।”
ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত রজ্জাক আরও বলেন, “এটা স্থায়ীভাবে স্থগিত হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটি এফটিপির অংশ। তারা ডব্লিউপিএলের আগে নিজেদের খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায়।”
এই সিরিজের ওয়ানডে অংশ দিয়েই শুরু হওয়ার কথা ছিল দুই দলের নতুন আইসিসি নারী ওডিআই চ্যাম্পিয়নশিপ চক্র। প্রাথমিক সূচি অনুযায়ী বাংলাদেশ দল ১৪ বা ১৫ ডিসেম্বর ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
উল্লেখ্য, এর আগেও ভারতীয় দলের সফর সূচিতে পরিবর্তন এসেছে—২০২৫ সালের আগস্টে হওয়া কথা থাকা ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও স্থগিত হয়েছিল, যা এখন সরিয়ে নেওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরের উইন্ডোতে।



