পুঁজিবাজার
বাটা সু’তে নতুন এমডি নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। যা আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে।
এসএম
পুঁজিবাজার
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড’-এর পরিবর্তে ‘স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল ৮ ডিসেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
পুঁজিবাজার
নাভানা সিএনজির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণা তারিখ পর্যন্ত সময়ের আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ১২২ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ১২২ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২৭ ও ১৮৯৩ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬টি, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ৪০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহের দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩৯.০০ শতাংশ, যা সর্বশেষ লেনদেন হয়েছে ৬১ পয়সায়।
তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৩৮.০০ শতাংশ, যা সর্বশেষ লেনদেন হয়েছে ৬২ পয়সায়।
এছাড়া পতনের তালিকার বাকি কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের দর কমেছে ৩৬.৬৭ শতাংশ, ফার্স্ট ফাইনান্স লিমিটেডের ৩৫.৭১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৩৩.৩৩ শতাংশ, জিএসপি ফাইনান্সের ৩০.৪৩ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯.০০ শতাংশ, প্রাইম ফাইনান্সের ২৭.৭৮ শতাংশ এবং টুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ২১.০৫ শতাংশ।
এমকে
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জিলবাংলা সুগার
বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর–০৪ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০.৩২ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ৫৭.৫৫ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ারটির ক্লোজিং দর ছিল ১০ টাকা ৪০ পয়সা, যা বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সায়। এতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪.০৪ শতাংশ।
এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ১৭.৬৬ শতাংশ, কেটিএলের ১৭.৩১ শতাংশ, কেপিপিএলের ১৩.৪১ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ১২.৫০ শতাংশ, শেপার্ড ইন্ডাস্ট্রিজের ১২.১৭ শতাংশ, ডিবিএইচ আইএসটি মিউচুয়াল ফান্ডের ১০.৭১ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের ৯.৮০ শতাংশ।
এমকে



